Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড
  • সখিপুর উপজেলা ভূমি অফিসে বিনা হয়রানিতে জনগণকে সেবা প্রদানের জন্য ই-নামজারী চালু  ও হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে।
  • অফিসের কর্মচারীদের দায়িত্ব বন্টন এবং সিটিজেন চার্টার তৈরী করে দৃশ্যমান স্থানে টানিয়ে রাখা হয়েছে।
  • উপজেলার হাট বাজারসমূহে পর্যায়ক্রমে ক্যাম্প করে চান্দিনাভিটির একসনা লাইসেন্স নবায়নের মাধ্যমে কর বর্হিভূত রাজস্ব আদায় করা হচ্ছে।
  • নতুন রেকর্ড অনুযায়ী হাট পেরিফেরির কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এতে করে সরকারের কর বর্হিভূত রাজস্ব আদায় বাড়ছে।
  •  উপজেলা/ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল/অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা, কর্মচারী ব্যবস্থাপনা, মিস কেস ব্যবস্থাপনা, রিভিউ কেস ব্যবস্থাপনা, সার্টিফিকেট কেস ব্যবস্থাপনা ইত্যাদি প্রতিষ্ঠা করা হবে।
  • ভূমিহীন  ও গৃহহীন পরিবারকে আশ্রয়ণ এর ব্যবস্থা করা হচ্ছে।
  • অবৈধ দখলে থাকা খাস জমি ও খাস পুকুর উদ্দার করে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে।
  • বিভিন্ন মামলার নথিপত্র সুন্দরভাবে সংরক্ষনের জন্য রেকর্ডরুম এর আধুনিকায়ণ করা হয়েছে।